https://www.a1news24.com
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৬

অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড (IAIO) ২০২৬-এর বাংলাদেশ বাছাই পর্ব

প্রেস বিজ্ঞপ্তি: ১২ অক্টোবর ২০২৫, ঢাকাঃ আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড (IAIO) ২০২৬-এর বাংলাদেশ বাছাই পর্ব শনিবার (১১ অক্টোবর ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (IIT) অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN) আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশের মেধাবী শিক্ষার্থীরা অংশ নেয় কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP) ও কম্পিউটার ভিশনভিত্তিক ৫ ঘণ্টাব্যাপী কাগল চ্যালেঞ্জে। ষষ্ঠ শ্রেণি থেকে এইচএসসি ২০২৫ এবং পলিটেকনিকের ৪র্থ সেমিস্টার পর্যন্ত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বাস্তব জীবনের সমস্যা সমাধানের মাধ্যমে তাদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছে। এই প্রতিযোগিতা থেকে বাছাই করা প্রতিযোগীরা আগামী IAIO Grooming Camp-এ অংশগ্রহণের সুযোগ পাবেন, যেখানে তারা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও মেন্টরশিপ গ্রহণ করবেন। পরবর্তীতে বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড (BdAIO)-এর সরাসরি নির্বাচিতদের সঙ্গে তারা মিলে স্লোভেনিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক IAIO ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন 🇧🇩। প্রতিযোগিতার দিন সকাল ৮টা থেকে রিপোর্টিং শুরু হয়ে বেলা ৯টায় মূল প্রতিযোগিতা শুরু হয় এবং দুপুর ২টায় শেষ হয়।

উল্লেখ্য, গত বছর সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের দল প্রথমবারের মতো বিশ্ব মঞ্চে অংশ নিয়ে দুটি রৌপ্য (Silver) ও দুটি ব্রোঞ্জ (Bronze) পদক অর্জন করে, যা দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি শিক্ষার অগ্রযাত্রায় এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ দল নিজেদের আরও উঁচুতে তুলে ধরার প্রত্যয় নিয়ে প্রস্তুতি নিচ্ছে।

আরো..